পুঁজিবাজারে পরিচালকদের ২ শতাংশ শেয়ারের বাধ্যবাধকতা অবৈধ ঘোষণা

পুঁজিবাজারে পরিচালকদের ২ শতাংশ শেয়ারের বাধ্যবাধকতা অবৈধ ঘোষণা

high courtপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের দুই শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতা অবৈধ ঘোষণা করেছেন  হাইকোর্ট।

আজ বুধবার বিকেলে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এনসিসি ব্যাংকের পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে আদালতে রিটের শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও শাহ মো. আহসানুর রহমান। বিএসইসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।

জানা গেছে, দেশের পুঁজিবাজারে ভয়াবহ ধস পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ২০১১ সালের ২২ নভেম্বর বিএসইসি ১৯৬৯ সালের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশের ২সিসি ক্ষমতাবলে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের নূন্যতম দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারন করতে হবে। নির্দেশনা পালনের জন্য ছয় মাস (২০১২ সালের ২১ মে পর্যন্ত) সময় বেধে দেওয়া হয়।

বিএসইসির ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন করেন এনসিসি ব্যাংকের পরিচালক মোস্তাফিজুর রহমান। রিটের প্রাথমিক শুনানির পর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএসইসির নির্দেশনা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বুধবার এই রুলের চূড়ান্ত শুনানি শেষে বিএসইসির জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও শাহ মোহাম্মদ আহসানুর রহমান। অপরদিকে বিএসইসির পক্ষে ছিলেন অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম।

শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসির দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরদিন অর্থাৎ ২২ মে ওই প্রজ্ঞাপন অবৈধ দাবি করে এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের ২৪ জন পরিচালক হাইকোর্টে পাঁচটি রিট আবেদন করেন। একইসঙ্গে যে ধারার ক্ষমতাবলে বিএসইসি ওই নির্দেশনা দিয়েছিল, সেই ২ সিসি ধারা অবৈধ ঘোষণার আবেদন জানান পরিচালকরা।

এসব আবেদনের পরিপ্রেক্ষিত্রে ওই বছরের ৪ জুন রুল জারি করে আদালত। বিএসইসির ২ সিসি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। রুলের চূড়ান্ত শুনানি করে ওই মাসেই দেয়া রায়ে সবগুলো রুল খারিজ করে দেয় আদালত।

কারণ, বিএসইসির এই ধারায় বলা হয়েছে, ১৯৯৪ সালের কোম্পানি আইন অথবা বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে বিএসইসি এ ধরনের শর্ত আরোপ করতে পারবে।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর