বিশ্বকাপ দলে নেই তেভেজ

বিশ্বকাপ দলে নেই তেভেজ

tevejবিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার জাতীয় ফুটবল স্কোয়াড থেকে বাদ পড়েছেন জনপ্রিয় স্টাইকার কার্লোস তেভেজ। জুভেন্টাসের হয়ে ইতালির সিরি এ লীগে চলতি মৌসুমে ১৯টি গোলদাতা এ খেলোয়াড়কে বাদ দিয়েই ৩০ সদস্যের প্রথমিক দল ঘোষণা করলেন কোচ আলেজান্দ্রো সাবেল্লা। তেভেজকে দলে নেওয়ার জন্য তার আর্জেন্টাইন ভক্তদের অনুরোধকেও তিনি পাত্তা দেননি।

২০১১ সালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন সাবেল্লা। তারপর থেকে তিনি কখনোই তেভেজকে দলে নেননি। উল্টো মেসি, হিগুয়াইন ও সেরজিয়ো আগুয়েরোর পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তিনি লাভেজ্জি ও রডরিগো পালাসিয়োর উপর আস্থা রেখেছেন।

জুভেন্টাসের শীর্ষ গোলদাতা হিসেবে তেভেজ সমপ্রতি দলটিকে ইতালিয়ান লীগের শিরোপা জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় কারো নাম না নিয়ে সাবেল্লা বলেন, আমি দুঃখিত যে কয়েকজন ভালো খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে হয়েছে।

জুনের ২ তারিখের মধ্যেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে কোচ সাবেল্লাকে। এ তারিখের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশকে চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা বেধে দিয়েছে ফিফা।

অন্যান্য খেলাধূলা