বর্তমান সরকার যদি তার ক্ষমতার স্বাভাবিক মেয়াদপূর্ণ করতে পারে তবেই পদ্মা সেতু নির্মাণ বাস্তবে রূপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
মসিউর বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ৫ জানুয়ারি ক্ষমতায় এসেছে। এই সরকার যদি তার ক্ষমতার স্বাভাবিক মেয়াদপূর্ণ করতে পারে তবেই এ সেতু নির্মাণ বাস্তবে রূপ নেবে।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। আমরা যথা সময়ে কাজ শেষ করার ব্যাপারে নানামাত্রিক পরিকল্পনাও গ্রহণ করেছি। দশম সংসদের মেয়াদেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে।