তিন অধিনায়ক চান সৌরভ

তিন অধিনায়ক চান সৌরভ

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণে আলাদা অধিনায়কের ধারণা নতুন নয়। এখন ইংল্যান্ডেরই আছে তিন অধিনায়ক। ভারতের নির্বাচকদেরও সেই পথে হাঁটতে বললেন সৌরভ গাঙ্গুলী। এত ব্যস্ত ক্রিকেটসূচির মধ্যে একা ধোনির ওপর সব চাপ দিয়ে রাখার ফল ভালো হতে পারে না বলেই মত তাঁর। ‘এই মুহূর্তে অনেক বেশি ক্রিকেট, অনেক বেশি ফরম্যাট’—তিন অধিনায়কের পক্ষে এটাই যুক্তি সাবেক অধিনায়কের।
ভারতের সবচেয়ে বেশি টেস্টজয়ী এই অধিনায়ক সমালোচনা করেছেন বর্তমান অধিনায়ক ধোনির ‘বিশ্রাম-নীতি’রও। দলের ফিল্ডিংয়ের মান ধরে রাখার জন্যই শেবাগ ও টেন্ডুলকারকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে, কদিন আগে এই মন্তব্য করেছিলেন ধোনি। কিন্তু সৌরভের বক্তব্য, ‘আপনি কখনোই এমন দল পাবেন না, যাদের ১১ জনই খুব অসাধারণ ফিল্ডার। এমনকি অস্ট্রেলিয়ারও ১১ জন অসাধারণ ফিল্ডার নেই। ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কঠিন পরিবেশে রান করাটাও কম গুরুত্বপূর্ণ নয়।’
সৌরভের পাল্টা প্রশ্ন, ‘কোনো সফরে ভালো ফিল্ডিং করে এমন একজনের ব্যাটিং গড় যদি মাত্র ১৫ হয়, তবে সেটা কোনো কাজে লাগবে?’ নিজে একসময় তরুণ অনেক ক্রিকেটারকে তাঁদের দুঃসময়েও আগলে রেখেছিলেন। তবে বর্তমান অধিনায়ককে সৌরভের পরামর্শ, ব্যর্থ খেলোয়াড়দের লম্বা সময় ধরে সমর্থন না দিতে। এএফপি ও ওয়েবসাইট।

খেলাধূলা