র‌্যাব বিলুপ্তি ঠিক হবে না: রওশন

র‌্যাব বিলুপ্তি ঠিক হবে না: রওশন

rowshon1গুটিকয়েক জনের অপরাধের জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পুরো বাহিনীকে বিলুপ্ত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি ।

বিবৃতিতে রওশন বলেন, গুটিকয়েক জনের অপরাধের জন্য র‌্যাবের পুরো বাহিনীকে বিলুপ্ত করা ঠিক হবে না। র‌্যাব ইতোপূর্বে অনেক ভালো কাজ করেছে। ফলে, দেশের আইন-শৃঙ্খলার অনেক উন্নতিও হয়েছে। এ জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে র‌্যাবকে ঢেলে সাজাতে হবে।

রওশন বলেন, নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখ ও ন্যাক্কারজনক। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবশ্যই নিতে হবে। অপরাধী যেই হোক, কারো প্রতি নমনীয় না হয়ে বিচারকাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে।

বিবৃতিতে নারায়ণগঞ্জের ঘটনায় হাইকোটের্র নির্দেশ অনুযায়ী, দোষীদের গ্রেফতারে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

উল্লেখ্য, বিএনপি যখন র‌্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে, প্রয়োজনে আন্দোলনে নামার হুমকি দিয়েছে, ঠিক সেই সময়ে র‌্যাব বহাল রাখার দাবি জানালেন বিরোধীদলীয় নেতা।

রাজনীতি শীর্ষ খবর