দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর পথে আমদানি-রপ্তানি বাণিজ্যে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
বিজিবি কর্তৃক হয়রানি বন্ধ করাসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বন্দর ব্যবহারকারী সব সংস্থার পক্ষে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে গত রোববার রাত ১০টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, হিলি স্থলবন্দর হতে সরকার লক্ষ্যমাত্রার চেয়েও অধিক রাজস্ব পেয়ে থাকে। পণ্যবোঝাই ট্রাক ভারত হতে দেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের আওতাধীন হিলি সীমান্তের হিলি আইসিপি চেকপোস্টে বিজিবি কর্তৃক ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়।
এছাড়াও হিলি স্থলবন্দর হতে খালাসকৃত পণ্য বিজিবি বিভিন্ন চেকপোস্টে আটক করে। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরেও হয়রানি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমাদানিকারককে অবগত না করে মামলা দায়ের করে।
এ ঘটনায় বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার বলেন, রাজস্ব ও স্বচ্ছতাবৃদ্ধির লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর কোন ব্যবসায়ীর মালামাল অহেতুক আটক করে মামলা দিয়ে হয়রানি করা হয় না।