অস্ত্র দেখিয়ে পরীক্ষা বন্ধ, রাবি ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

অস্ত্র দেখিয়ে পরীক্ষা বন্ধ, রাবি ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

ru87রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের অস্ত্র দেখিয়ে পরীক্ষা বন্ধের ঘটনায় জড়িত ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, মো. মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, পরিবেশ সম্পাদক মো.মুসতাকিম বিল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা চলাকালে ছাত্রলীগের অস্ত্রের মুখে তা বন্ধ করতে বাধ্য হন বিভাগের শিক্ষকরা।

অন্যান্য