হার্ট অ্যাটাকের ৫টি লক্ষণ

হার্ট অ্যাটাকের ৫টি লক্ষণ

heart_হার্ট অ্যাটাক এমন এক রোগ যা সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুর সম্ভাবনা ব্যপক হারে বৃদ্ধি পেতে পারে৷ এই রোগের কারণেই ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তির মৃত্যু হয়৷ হৃদযন্ত্রে রক্ত সংবহন ব্যহত হলেই হার্ট অ্যাটাক হতে পারে৷ বা অনেক সময় রক্তজমাট বেঁধে ক্লডের সৃষ্টি হয়েই হার্ট অ্যাটাক হতে পারে৷ হার্ট অ্যাটাকে প্রাক্কালে বেশ কিছু লক্ষণ পরিলক্ষিত হয়৷ তবে অনেকেই বুঝতে পারনে না ফলে তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়৷ হার্ট অ্যাটাকে পাঁচটি লক্ষণ রইল আপনাদের জন্য৷

•    যদি আপনি বুকে ব্যথা অনুভব করেন সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হয় তবে এটিকে একেবারেই এড়িয়ে যাবেন না৷ চিকিৎসকের পরামর্শ একান্ত জরুরী৷

•    মানসিক অবসাদ অবশ্যই হার্ট অ্যাটাকের একটি সাধারণ লক্ষণ৷

•    কাঁধ, গলা ও হাতে যদি ব্যথা ছড়াতে দেখেন তবে জানবেন এটি হার্ট অ্যাটাকেরই একটি পূর্বাভাস৷

•    অতিরিক্ত ঘাম, অশ্বস্তি, ও বুক ধরফর করা ইত্যাদিও হার্ট অ্যাটাকের লক্ষণ৷

•    বদহজমের সঙ্গে হাত বা মুখোর জোয়াল ব্যথা বা শ্বাসকষ্টও এই রোগের লক্ষণ৷
  
তাই উপরে উল্লেখিত বিষয়গুলি অনুভব করলে অবশ্যই চিকিৎসকেরা পরামর্শ নিন৷ ভালো থাকুন৷
 

অন্যান্য শীর্ষ খবর