কেরানীগঞ্জ ওয়াইফাই জোন

কেরানীগঞ্জ ওয়াইফাই জোন

wifiঢাকার কেরানীগঞ্জ উপজেলাকে ‘ওয়াইফাই জোন’ হিসেবে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আজ মঙ্গলবার কেরানীগঞ্জে ডিজিটাল মেলা ২০১৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন ।

এক বছরের জন্য বিনা মূল্যে সর্বনিম্ন এক এমবিপিএস ও সর্বোচ্চ দুই এমবিপিএস গতিতে ইন্টারনেট-সেবা দেওয়ার ঘোষণা দেন তিনি।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ এই চার দেশ মিলে ইনফরমেশন হাইওয়ে নির্মাণ করা হচ্ছে। এ কাজে চার মাসে আমাদের অগ্রগতি সবচেয়ে বেশি। সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ৩০টি জায়গায় ইন্টারনেট-সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে পাইলট প্রকল্প হিসেবে কেরানীগঞ্জ উপজেলাকে রাখা হয়েছে।’

জুনাইদ আহমেদ দাবি করেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ প্রশংসনীয় অবস্থানে রয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল মেলাটি গত রোববার শুরু হয়ে আজ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক স্টলের মধ্যে তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।

অন্যান্য জেলা সংবাদ বিজ্ঞান প্রযুক্তি বিনোদন শীর্ষ খবর