ঢাকার কেরানীগঞ্জ উপজেলাকে ‘ওয়াইফাই জোন’ হিসেবে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আজ মঙ্গলবার কেরানীগঞ্জে ডিজিটাল মেলা ২০১৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন ।
এক বছরের জন্য বিনা মূল্যে সর্বনিম্ন এক এমবিপিএস ও সর্বোচ্চ দুই এমবিপিএস গতিতে ইন্টারনেট-সেবা দেওয়ার ঘোষণা দেন তিনি।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ এই চার দেশ মিলে ইনফরমেশন হাইওয়ে নির্মাণ করা হচ্ছে। এ কাজে চার মাসে আমাদের অগ্রগতি সবচেয়ে বেশি। সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ৩০টি জায়গায় ইন্টারনেট-সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে পাইলট প্রকল্প হিসেবে কেরানীগঞ্জ উপজেলাকে রাখা হয়েছে।’
জুনাইদ আহমেদ দাবি করেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ প্রশংসনীয় অবস্থানে রয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল মেলাটি গত রোববার শুরু হয়ে আজ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক স্টলের মধ্যে তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।