ভারতের বিপক্ষে কোচ সারোয়ার ইমরান

ভারতের বিপক্ষে কোচ সারোয়ার ইমরান

sarwar_imarnচন্দিকা হাতুরাসিংহেকে শেন জার্গেনসেনের জায়গায় নিয়োগ দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে বিসিবির পছন্দে এগিয়ে থাকা এ শ্রীলঙ্কান বরং নিজ দেশের হেড কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাই বিসিবির ছোট করে তিনজনে নামিয়ে আনা সম্ভাব্য হেড কোচের তালিকায় তার এখন আর থাকার কথা নয়। এ বিষয়ে কিছু না বললেও নতুন কোচের নিয়োগ ১ জুলাই থেকে হবে বলে নিশ্চিত করেছেন জালাল। সেক্ষেত্রে আগামী মাসে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থানীয় একজন কোচকে দিয়ে চালিয়ে নেওয়ার কথাও বলেছেন। অতীতে এসব ক্ষেত্রে বরাবরই দায়িত্ব পেয়ে এসেছেন সারোয়ার ইমরান। এবারও তাকেই দেখা যাবে কি না? প্রশ্নের জবাবে জালাল শুধু বলেছেন, ‘সারোয়ার ইমরানও আমাদের বিবেচনায় আছেন।’ তার কথাতেই স্পষ্ট ভারতের বিপক্ষে সারোয়ার ইমরানকে দিয়েই হয়ত কাজ চালিয়ে নিবে বিসিবি।

ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সময়সূচি চূড়ান্ত হয়েছে সদ্যই। ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

সফরের প্রাথমিক পরিকল্পনায় ম্যাচের সম্ভাব্য তারিখ ছিল ৯, ১১ ও ১৩ জুন। কিন্তু দুই পক্ষের আলোচনার পর সেটি পিছিয়েছে এক সপ্তাহ। এদিকে ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে এ ওয়ানডে সিরিজের রং আরেকটু মলিন করে দিতে পারে ভারতীয় স্কোয়াড।

ক্রিকইনফোর সূত্রমতে টানা ক্রিকেটের ক্লান্তি মুছতে এ সিরিজ থেকে ছুটি চেয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর অনুপস্থিতিতে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলিও নাকি বাংলাদেশ সফরে আগ্রহী নন। সে ক্ষেত্রে পূর্ণ শক্তির ভারতকে আসন্ন ওয়ানডে সিরিজে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যান্য