ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহণ ধর্মঘট স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহণ ধর্মঘট স্থগিত

brammonbariyaঅনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করায় প্রায় এগারো ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার সব রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন মালিকদের আলোচনার পর সোমবার বিকাল ৫টা থেকে ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কসহ ব্রাহ্মণবাড়িয়ার সব রুটে বাস ও মিনিবাস চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তারা ধর্মঘট স্থগিত করেছেন।

তিনি বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের উদ্যোগ নেয়া হয়েছে।

তবে, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া জানান, এক মাসের মধ্যে তাদের দাবি না মানা হলে আবারো ধর্মঘট ডাকা হবে।

মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, সড়ক মেরামত এবং গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক আটটি বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ ছয় দফা দাবিতে সোমবার সকাল থেকে এ ধর্মঘট ডাকা হয়েছিল বলে জানান তিনি।

ফলে সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতেও বাস চলাচল বন্ধ থাকে। 

জেলা সংবাদ শীর্ষ খবর