জিয়াউর রহমানের খুনি হিসেবে কারো নাম না বললেও তা নিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রতিক্রিয়া জানানো নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরশাদকে জিয়ার খুনি বলায় কয়েকদিন আগে এরশাদ বলেছিলেন, জিয়ার খুনি কে তা তিনি জানেন।
এরশাদ বলেছিলেন, আমি জানি, জিয়ার হত্যার সময় তার রুমের পাশে কে ছিলেন। আমি জানি, জিয়ার প্রকৃত খুনি কে।
এর প্রতিক্রিয়ায় এরশাদকে ‘সহজাত মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেন বিকল্পধারা সভাপতি বি চৌধুরী।
সোমবার দলের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে বি. চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, আমি আমার বক্তব্যে কারো নাম উল্লেখ করিনি। তিনি কেন এটাকে ব্যাক্তিগতভাবে নিলেন, আমি জানি না।
এরশাদ দাবি করেন, মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যাকান্ডের মামলায় তাকে হেয় করতে আসামি করা হয়েছে।
এরশাদ বলেন, জিয়াকে হত্যা কে করেছে- তা আমি জানি, সবাই জানে। হত্যাকারী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে, সে জিয়াকে হত্যা করেছে। মঞ্জুর হত্যা মামলার পুরোটাই দুরভিসন্ধিমূলক।
জাতীয় পার্টি অচিরেই বিএনপিকে ছাড়িয়ে যাবে দাবি করে এরশাদ বলেন, খুব শিগগিরই জাতীয় পার্টি বিএনপির জায়গা দখল করবে। বিএনপি রাজনীতিতে নেই, তাদের ভবিষ্যত নেই। আমাদের ভবিষ্যত উজ্জ্বল।
এরশাদ বলেন, জাতীয় পার্টি উইল রিপ্লেস বিএনপি ভেরি সুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সুনীল শুভ রায় প্রমুখ।