ট্রফি জিতেই আগামী মরশুমের ভাবনা পেলেগ্রিনির

ট্রফি জিতেই আগামী মরশুমের ভাবনা পেলেগ্রিনির

22222প্রিমিয়ার লিগ খেতাব জিতেলেও আনন্দে গা ভাসাতে চাইছেন না ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার ম্যনুয়েল পেলেগ্রিনি ৷ বরং আগামী মরশুমের জন্য কোমর বেঁধে ঝাঁপাতে চান সিটি বস ৷ পেলেগ্রিনির মতে বড় দল কখনও একটা ট্রফিতে কখনও সন্তুষ্ট হতে পারে না ৷ এই তত্ত্ব মেনেই সিটির ফুটবলারদের ফের তাতাতে শুরু করেছেন পেলেগ্রিনি ৷

ম্যান সিটির বস বলছেন, ‘ সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় একটা বড় দল কখনও একটা ট্রফিতে সন্তুষ্ট হতে পারে না ৷ আমরা প্রিমিয়ার লিগ জয়ের জন্য নিশ্চয় উৎসব করব ৷ তবে সোমবার থেকেই আগামী মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দেব ৷কারণ সিটি এবং তার ফুটবলাররা আরও বেশি খেতাব পাওয়ার যোগ্য ৷’ শেষ তিন মরশুমে দু’বার প্রিমিয়ার লিগ খেতাব জিতল সিটি ৷ পেলেগ্রিনি প্রথমবার প্রিমিয়ার লিগ খেতাব জিতলেন ৷ প্রিমিয়ার লিগ খেতাব পাওয়া সহজ ছিল না বলছেন সিটি বস ৷ চ্যালেঞ্জ নিয়েই সিটির দায়িত্ব নিয়েছিলেন বলছেন তিনি ৷ পেলেগ্রিনি বলছেন, ‘ গতবার ম্যান ইউ থেকে ১১ পয়েন্ট পিছনে শেষ করেছিল ম্যান সিটি ৷ এই সিটিকে চ্যাম্পিয়ন করা খুব একটা সহজ কাজ ছিল না ৷ কিন্তু চ্যালেঞ্জ নিয়েই সিটিকে চ্যাম্পিয়ন করেছি ৷’

খেলাধূলা