প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সুইস তারকা জাতান ইব্রাহিমোভিচ চলতি বছর লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো তিনি বর্ষসেরার পুরস্কার লাভ করেন।
বার্সার সাবেক এই তারকা লিগ ওয়ানে চলতি বছর দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে তার সতীর্থ থিয়াগো সিলভা ও মোনাকোর জেমস রদ্রিগেজকে হারিয়ে লিগ ওয়ানের সেরা খেলোয়ার নির্বাচিত হন।
ইব্রা এই মৌসুমে লিগে ৩২ ম্যাচে ২৫ গোল করেন। তার উড়ন্ত পারফরমেন্সেই পিএসজি দুই ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয় বছর লিগ ওয়ানের শিরোপা জয় করে।
সেরা খেলোয়ারের পুরস্কার জিতে উচ্ছ্বসিত ইব্রাহিমোভিচ বলেন, “টানা দুই বছর সেরা খেলোয়ার নির্বাচিত হওয়া বড় সম্মানের ব্যাপার। আমি আমার সকল সতীর্থ, কোচ, স্টাফ ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি বলেন, “এই মৌসুমই আমার ক্যারিয়ারের সেরা সময়। আমার দলের জন্যও এটি দারুণ সময় ছিল। পরবর্তী বছরও আমি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দলের হয়ে আরো বড় ট্রফি জিততে চাই।”
ইব্রা গত ১৩ বছরে বিভিন্ন ক্লাবের হয়ে ৯টি জাতীয় লিগ জয় করেছেন। এই সুইস তারকা এর আগে আয়াক্স, জুভেন্তাস, ইন্টারমিলান, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলেছেন।