ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে ১৭টি আসনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গের ১৭ আসনে প্রার্থী রয়েছেন ১৮৮ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় তারকাও রয়েছেন।
এবার সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপি। ভোট দিচ্ছেন দুই কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ৭৪৩ জন ভোটার। ভোট নেয়া হচ্ছে ৩১ হাজার ৩৯২টি বুথে।
এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৫৫০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল ১ম পর্বে চারটি, ২৪ এপ্রিল ২য় পর্বে ছয়টি, ৩০ এপ্রিল ৩য় পর্বে নয়টি এবং ৭ মে ৪র্থ পর্বে ছয়টি আসনে নির্বাচন হয়।
২০০৯ সালের নির্বাচনে এই ১৭ আসনের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। একটি করে আসনে জিতেছিল বামফ্রন্ট, কংগ্রেস ও নির্দলীয় প্রার্থী।