সোনাক্ষির রাতের সঙ্গী শাহিদ!

সোনাক্ষির রাতের সঙ্গী শাহিদ!

images (3)মুম্বাইয়ের রাতে চলছে প্রেম প্রেম খেলা৷ আর এই খেলায় মেতেছেন সোনাক্ষি সিনহা ও শাহিদ কাপুর৷

যতই শাহিদ ও সোনাক্ষি অস্বীকার করুন না কেন, দু’জনের প্রেমের খবর পাওয়া গিয়েছে রাতের খাবারে৷ প্রেম কাব্যটি ঘটেছে রোববার রাতে৷ মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডিনারে দেখা গেল শাহিদ-সোনাক্ষিকে৷ তবে শুধুই ডিনার নয়, রাত পৌনে ১টা নাগাদ সব বন্ধুদের বাড়ি ফিরে যাওয়ার পর সোনাক্ষিকে নিয়ে নিজের জুহুর ফ্ল্যাটেও যান শাহিদ৷ জানা গেছে, ভোর পাঁচটা নাগাদ সোনাক্ষিকে শাহিদের ফ্ল্যাট থেকে বাড়ি ফিরতে দেখা গিয়েছে৷

‘আর রাজকুমার’এর পর শাহদি-সোনাক্ষি জুটি বেশ হিট৷ একসঙ্গে মিলে বেশ কিছু ছবিতেও সই করেছেন দু’জনে৷ আর রিলের এই জুটি যে এখন রিয়ে লাইফের হট ফেভারিট জুটি, তা নতুন করে প্রমাণ হলো ডিনার টেবিলে৷

অন্যান্য বিনোদন