আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার র্যাব বিলুপ্তির পরামর্শের সমালোচনা করে বলেছেন, ‘র্যাব বিলুপ্তি করলে সমস্যার সমাধান হয়ে যাবে এটা তার (খালেদা জিয়ার) ভ্রান্ত ধারণা, না হয় রাজনৈতিক প্রতিহিংসাবশত এ বক্তব্য। আমি মনে করি, র্যাবের সংস্কার জরুরি।’
আজ সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক স্মরণ সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হাজী মো: সেলিম এমপির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাস, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘বেগম খালেদা জিয়া র্যাব বিলুপ্তির কথা বলেছেন, এ র্যাবের জন্মদাতা তারাই। ২০০৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন লন্ডনে বলেছিলেন, র্যাবই আমাদের মূল শক্তি।’
আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন, তবে র্যারের সংস্কার প্রয়োজন। তা হবে আইনগত ও সামাজিক। এর মূল তত্ত্ব হবে, তাদের জাবাবদিহিমূলক অবস্থানে নিতে হবে। তাতে দেশের কল্যাণ হবে। জবাবদিহি ছাড়া যে কেনো প্রতিষ্ঠান ভয়ঙ্কর হয়ে উঠে।’
নারায়ণগঞ্জের ঘটনার প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, এ অমানবিক ঘটনার সত্য উদঘাটন হওয়া রাজনীতির জন্য একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এর জন্য সকলের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন। এটা আমাদের জাতীয় জীবনের জন্য অপরিহার্য।
তিনি বলেন, সরকার এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার করতে আন্তরিকভাবে সচেষ্ট। আসামী ধরার সর্বাত্মক চেষ্টা চলছে। কিছু ধরা পড়েছে। প্রধান আসামী নূর হোসেন অচিরেই ধরা পড়বে।