জাপানে বাস ছিনতাইয়ের অভিযোগে মধ্যবয়সী এক লোককে গ্রেফতার করা হয়েছে। সে তার বাবা-মার সঙ্গে দেখা করার জন্য এই অপরাধ করে।
জিজি প্রেস জানায়, স্থানীয় বাসটি জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের মিয়াজাকির একটি বিমানবন্দর থেকে রওয়ানা দেয়। এ সময় সিচি সাতো (৪৫) নামের ওই ব্যক্তি যাত্রীদেরকে একজোড়া কাঁচি দিয়ে ভয় দেখিয়ে বাসটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
মিয়াজাকি পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘বাসের এক যাত্রী রোববার রাত ১০টায় আমাদের কাছে ফোন করেন। তিনি বাসটি ছিনতাই হওয়ার কথা জানান।’
গণমাধ্যমগুলো জানায়, যাত্রীদের বাস থেকে নামানোর জন্য বাসটি পথে বেশ কয়েকবার থামে। এরপর বাসটি মধ্যরাতের কিছু আগে একটি দোকানের পাশে কিছু সময়ের জন্য থামে।
এক ঘন্টার বেশি সময় ধরে সাতো বাসটিকে জিম্মি করে রাখে। এরপর সে বাসের চালককে প্রকৃতিক ডাকে সাড়া দেয়ার জন্য বাস থেকে নামতে দেয়।
সাতো পুলিশকে জানায়, এবিনো নগরীতে সে তার বাবা-মাকে দেখতে যাবার জন্য এ কাণ্ড ঘটায়।
উল্লেখ্য, সে তাদের পালক ছেলে।