‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ আসছে ২৪ ফেব্রুয়ারি

‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ আসছে ২৪ ফেব্রুয়ারি

সংগীতশিল্পী তাহসানের নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ২৪ ফেব্রুয়ারি। হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে দুই ঘণ্টার একটি গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আর এ জন্য নতুন একটি গান ও একটি ইনসট্রুমেন্টাল বা যন্ত্রসংগীত করেছেন তাহসান। ‘কোন ঘরে বসত করি, কি যায় আসে তায়/কোন পাতে আহার করি, কি নষ্ট হয় তায়’—শিরোনামের সুফি ঘরানার গানটির কথা ও সুর করেছেন তাহসান নিজেই।
তাহসান বলেন, ‘পুরো অনুষ্ঠানে নতুন দুটি গানসহ মোট ২০টি গান করার পরিকল্পনা আছে। এর মধ্যে থাকবে রবীন্দ্রসংগীত চোখের আলোয়। থাকবে জন লেননের ইমাজিন গানটিও। দুই ঘণ্টার অনুষ্ঠানে তিনটি গানে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে থাকবে মিথিলা। এ ছাড়া আমি আমার অন্যান্য অ্যালবাম থেকেও গান গাইব।’
সুফি গানের প্রসঙ্গে তাহসান বলেন, ‘সুফি গানের প্রতি আমার আগ্রহ সব সময়ই ছিল। গান লেখা এবং সুর করার ক্ষেত্রে সুফি ঘরানা আমার কাছে প্রাধান্য পেয়েছে। ব্ল্যাক ব্যান্ড থেকে বেরিয়ে আসার পর আলাদা করে সুফি গান নিয়ে আমার মধ্যে আগ্রহটা নতুন করে তৈরি হয়। তাছাড়া দেশের শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্যই সুফি গান নিয়ে ব্যান্ড গঠন করা।’
তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ডের সদস্যরা হলেন জিয়া (গিটার), রুবেল (ড্রামস), শিমূল (বেস গিটার) ও তাহসান (কণ্ঠ)।
উল্লেখ্য, ছায়ানটে রবীন্দ্রসংগীত চর্চার মধ্য দিয়েই তাহসানের গান শেখার শুরু। চর্চা করেছেন শাস্ত্রীয় সংগীতেরও। এরপর ২০০০ সালে তিনি যুক্ত হন ব্ল্যাকের সঙ্গে।

বিনোদন