যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জÕ শীর্ষক এক গোলটেবিল বৈঠক চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের আয়োজনে সোমবার বেলা ১১ টায় স্থানীয় ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আাজিজুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব হোসেন, বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সেক্রেটারি ডা. শাহাদৎ হোসেন, পরিবার-পরিকল্পনা অধিদফতর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মো. রেজাউল করিম ও সদর হাসপাতালের আরএমও ডা. মাসুদ রানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। এতে পাওয়ার পয়েন্টেস এর মাধ্যমে যক্ষ্মার ওপর যাবতীয় তথ্যাদি তুলে ধরেন চুয়াডাঙ্গা বক্ষ্যব্যাধি ক্লিনিকের বিশেষক্ষ ডা. রতন কুমার সিংহ।
বৈঠকে জানানো হয়, বর্তমানে চুয়াডাঙ্গা জেলার ১২ লাখ ১৫ হাজার ৩৪৫ জন জনসংখ্যার মধ্যে যক্ষ্মা রোগীর সংখ্যা ৭৯০ জন।