ভারতের পশ্চিবঙ্গের চব্বিশ পরগোনায় সোমবার লোকসভা নির্বাচন উপলক্ষ্যে সরকারি ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বৌদ্ধ পূর্ণির ছুটির জন্য মঙ্গলবারও আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে বেনাপোল চেকপোস্ট কাষ্টমস কার্গো অফিসার ড. সিরাজুল ইসলাম জানিয়েছেন।
আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে দেশী-বিদেশী পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, লোকসভা নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্য়ক্রম চালু হবে।
বেনাপোল বন্দরের পরিচালক তারিকুল ইসলাম জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দরে মালামাল লোড-আনলোড সহ অন্যান্য কার্যক্রম রয়েছে স্বাভাবিক।