আট মাস পর হঠাৎ করেই দেশে ফিরেছেন চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। গত শনিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। ঢাকায় এসেই শাবানা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরেই শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে যান। অভিনেত্রীর স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছেন, মসজিদ ও বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করতেই তিনি সেখানে গেছেন।
ওয়াহিদ সাদিক আরও জানিয়েছেন, ‘আমরা শনিবার দুপুরে সেখানে গিয়েছিলাম। তারপর সেখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে সমাজের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলাপ-আলোচনা করেছি।’
সামাজিক কর্মকাণ্ডে শাবানার সম্পৃক্তির কারণে রাজনীতিতে তাঁর যুক্ত হওয়ার কথা চাউর হয়েছে। এ প্রসঙ্গে ওয়াহিদ সাদেক বলেছেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন। এ ধরনের কোনো চিন্তাই শাবানার নেই। তবে রাজনীতিতে যোগদানের ব্যাপারে আমার নিজের ইচ্ছে আছে।’
ছবি নির্মাণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি ছবি নির্মাণের ব্যাপারে এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এবার তো মাসখানেক দেশে আছি। নির্মাতাদের সঙ্গে কথাবার্তা বলে যদি সিদ্ধান্তে আসতে পারি তাহলে ছবি নির্মাণের ঘোষণাটা দেব। তা ছাড়া বর্তমানে আমাদের দেশীয় চলচ্চিত্রের যে অবস্থা তাতে সেভাবে সাহসও পাচ্ছি না।’
শাবানা বর্তমানে গুলশানে তাঁর নিজের বাসায় অবস্থান করছেন। ঢাকায় মাসখানেক থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নতুন ছবি নির্মাণের ব্যাপারে কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
শাবানার পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। শিশুশিল্পী হিসেবে মাত্র নয় বছর বয়সে নতুন সুর ছবিতে এবং ১৯৬৬ সালে চকোরী ছবিতে নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন শাবানা। ১৯৭৩ সালে ওয়াহিদ সাদিককে বিয়ে করেন তিনি। ১৯৯৮ সালের দিকে দীর্ঘ ৩৪ বছরের অভিনয় জীবন থেকে হঠাত্ করে চলচ্চিত্র জগতের বাইরে চলে যান এ অভিনেত্রী। এরপর ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। তারপর থেকে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন শাবানা।