সাভারে গুলি করে জাতীয় পার্টির এক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আজাদ রশিদ। তিনি সাভার থানা জাতীয় পার্টির সহ-সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি আজাদ রশীদ জমি ব্যবসা ও দলিল লেখকের কাজও করতেন।
ব্যবসায়িক কাজে পৌরসভার বক্তারপুর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা ঘোষপাড়া এলাকায় ঘিরে ফেলে তাকে। এ সময় আজাদকে লক্ষ্য করে খুব কাছ থেকে পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “থানার খুব কাছে সংঘটিত এ হত্যার পর পর খুনীরা নির্বিঘ্নে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর দলের নেতাকর্মী ও নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন।”
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে তবে তাদের কারো কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জড়িতদের কেউ গ্রেফতার হয়নি।