দক্ষিণ সুদানে সরকার ও বিদ্রোহীদের মধ্যে এক শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত ডিসেম্বরে শুরু হওয়া সহিংসতায় ১৫ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়। শুক্রবার দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কীর ও বিদ্রোহীদের নেতা রিয়েক মাচার এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে জানুয়ারিতে দুপক্ষের মধ্যে আরেকটি চুক্তি হয়েছিল ঠিকই কিন্তু কয়েকদিনের মধ্যেই তা ভেঙ্গে যায়। আর দুপক্ষই তখন একে অন্যকে এর জন্য দায়ী করেছিল।
চুক্তি স্বাক্ষরের পরও দুপক্ষের মধ্যে উত্তেজনা কমে গেছে তা এখনই বলা যাচ্ছে না। কেননা দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কীরের একজন মুখপাত্র বলেছেন, সরকারি সৈন্যরা যদি আক্রমণের শিকার হয় তাহলে তারা আত্মরক্ষার্থে গুলি করবে।
মুখপাত্র আতেনি ওয়েক আতেনি বলেন, আমরা আশা করি পরিস্থিতি ভালো হবে এবং বিদ্রোহীরা চুক্তির শর্ত মেনে চলবে।
তিনি বলেন, বিদ্রোহীদের নেতা রিয়েক মাশারকে বিশ্বাস অর্জন করতে হবে। বিগত ৫ মাসে তিনি বিশ্বস্ততা হারিয়েছেন। হাজারো মানুষ গত ৫ মাসে প্রাণ হারিয়েছে লাখো মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে।
তবে এই লড়াই জাতিগত যুদ্ধে পরিণত হয়েছে কিনা এমন সম্ভাবনা তিনি নাকচ করে দেন।
মূলত প্রেসিডেন্ট কীরের দিনকা গোত্র এবং বিদ্রোহীদের নুয়ের গোত্রের মধ্যে এই লড়াই চলছিল।
এর আগে চুক্তি স্বাক্ষরের পর জাতিসংঘের পক্ষ থেকে জরুরি মানবিক সাহায্য দেশটিতে পৌঁছানোর বিষয়ে দুপক্ষকেই সহযোগিতার আহ্বান করা হয়।