নির্দেশনার কপি হাতে পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্দেশনার কপি হাতে পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

homeস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ব্যাপারে আদালত যে নির্দেশনা দিয়েছে তার কপি হাতে পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে আজ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সাত খুনের ঘটনায় অবসরে পাঠানো র্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে গ্রেফতারের নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহূত হন। অপহরণের ঘটনায় র্যাব-১১ এর বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তাদের অবসরে পাঠানো হয়।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর