রাজউকের সাবেক চেয়ারম্যান হুদাকে জিজ্ঞাসাবাদ

রাজউকের সাবেক চেয়ারম্যান হুদাকে জিজ্ঞাসাবাদ

dudukসাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেনের (বর্তমানে প্রবাসীকল্যাণ সচিব) প্লট দুর্নীতির তদন্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার সকাল ৯টায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, শওকত হোসেনের বিরুদ্ধে স্ত্রী, মা ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ২২ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা (নম্বর ৮, ৯, ১০) দায়ের করে দুদক।

মামলাগুলোতে ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় (অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপরাধ) অভিযোগ আনা হয়েছে। মামলার এজহারগুলোতে বলা হয়েছে, শওকত হোসেন ২০০১ সালের দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রভাবিত করে নিজ, মা ও স্ত্রীর নামে অবৈধভাবে প্লট বরাদ্দ করিয়ে নেন। বিধিবিধান না থাকা সত্বেও তিনি রাজউক থেকে প্রাপ্ত প্লটের আয়তন বৃদ্ধি করেন।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর