রাজধানীর ফকিরাপুলে ব্যবসায়ী অপহরণের অভিযোগে ছাত্রলীগের ৪ ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার তাদের বহিষ্কার করে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপ চন্দ্র ও ছাত্রলীগ কর্মী হিমেল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, ব্যবসায়ী অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বিধির ৫(২) ধারা অনুযায়ী চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। যদি তাদের বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের বহিষ্কারের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে এ ঘটনায় ওই চার নেতাকর্মীকে শনিবার সংগঠন থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটি থেকে।
এর আগে বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে থেকে ফরহাদকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নিয়ে যাওয়া হয়। পরে তার পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়।
পরবর্তীতে শুক্রবার ব্যবসায়ী ফরহাদ ইসলামকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাসহ ছয়জনকে আটক করে পুলিশ। অপহৃত ফরহাদ ইসলামকে ঢাবির জগন্নাথ হল থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে রিমান্ড চাইলে ছাত্রলীগের ৫ শিক্ষার্থীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত এবং অপর আসামি আরফান পাটোয়ারিকে ৫ দিনের রিমান্ড দেয়।
এছাড়া ঐদিন মামলার ভিকটিম ফরহাদ ইসলাম মহানগর হাকিম সিগ্ধা রানী চক্রবতীর আদালতে অপহরণের ঘটনায় জবানবন্দি দেন।