লা লিগাতেও আজ নানা অঙ্ক

লা লিগাতেও আজ নানা অঙ্ক

image_81163_0লা লিগার জয়ের সামান্য সম্ভাবনা উঁকি দেওয়ায় বার্সেলোনা কোচ তাতা মার্তিনো ঝাঁপিয়ে পড়ছেন৷ বাকি দুটো ম্যাচের দিকে নজর তার৷

বার্সেলোনা যখন পাখির চোখ লা লিগায়, তখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য তাদের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে রাখছে৷ রবিবার সেলতা ভিগোর বিরুদ্ধে রোনাল্ডোর সঙ্গে কোচ আন্সেলেত্তি খেলাবেন না দি মারিয়াকেও৷ এই ম্যাচে চোটের জন্য নেই পেপে, দানিয়েল কাভরাজাল ও রাফায়েল ভারানেকেও৷ কোচের কথায়, ‘কাল যদি ফাইনাল হতো, তা হলে রোনাল্ডোকে খেলাতাম৷ কিন্ত্ত রোনাল্ডো আদৌ একশো শতাংশ ফিট নয়৷ তাই ওকে বিশ্রাম দিচ্ছি৷’

বার্সেলোনা কোচের সামনে দ্বিতীয় কোনও পথ নেই৷ মরসুমে কোনও ট্রফি নেই৷ বার্সেলোনার দায়িত্বে থাকার মেয়াদ তাঁর ক্রমশ কমে আসছে৷ লুইস এনরিকে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন৷ এরপরেও তাতা মার্তিনো বার্সেলোনার কর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে চান না৷ বলছেন, ‘আমি কিছুই দিতে পারিনি৷ ফলে আমার বলারও কিছু নেই৷ ফুটবলাররা সকলেই স্বীকার করেছে, গেতাফের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেই লা লিগা জয় কঠিন হয়ে পড়েছে৷ এখন একবার শেষ চেষ্টা করে দেখতে চাই৷’ আজ অবশ্য লা লিগা শেষ হচ্ছে না৷ বার্সেলোনা ও আতলেতিকো দুটো ক্লাবই শেষ ম্যাচ খেলবে পরে৷ দুটো দল এ দিনের ম্যাচ জিতে থাকলে নৌ কাম্পের ম্যাচই গুরুত্ব হয়ে দাঁড়াবে৷ আজ কোনো দল হেরে গেলে হিসাব বদলে যাবে৷

অন্যান্য খেলাধূলা