‘ভুয়াদের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন’

‘ভুয়াদের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন’

image_81157_0সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম বলেছেন, মুক্তিযোদ্ধা তৈরির কিছু কারখানা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার ভুয়া সনদপত্র দিচ্ছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন।

রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১৪ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেজর (অব.) জিয়াউদ্দিন–মনিরুল হক প্যানেল।

শফিউল্লাহ বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত। প্রকৃত মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাপন করছেন আর ভুয়া মুক্তিযোদ্ধারা সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।”

তিনি আরো অলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা তাদের জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন আজ তারা বিভিন্ন  নির্যাতনের শিকার, তাদের খোঁজখবর নিচ্ছে না কেউ।”

মুক্তিযোদ্ধা সংসদের সমালোচনা করে সেক্টর কমান্ডার ফোরামের ঢাকা বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “মুক্তিযোদ্ধা সংসদ সবসময় সরকারের লেজুরবৃত্তি করছে। এই প্রবৃত্তি থেকে মুক্তিযোদ্ধা সংসদকে বেরিয়ে আসতে হবে। মুত্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক বৃত্তের বাইরে থেকে শুধু মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নিয়ে কাজ করবে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেজর (অব.) জিয়াউদ্দিন, ক্যাপ্টেন (অব.) শচিন কর্মকার, মনিরুল হক, হাফিজ মাহবুবুর রহমান, নাজমুল হাসান প্রমুখ।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর