‘বাংলাদেশী’ নিয়ে অন্য রাজ্যে মন্তব্যে চড়-থাপ্পড় খেতেন মোদি: মমতা

‘বাংলাদেশী’ নিয়ে অন্য রাজ্যে মন্তব্যে চড়-থাপ্পড় খেতেন মোদি: মমতা

image_81135_0বাংলাদেশী অনুপ্রবেশকারী মন্তব্যে আবারো নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার তিনি বলেছেন, ‘সাহস ভালো, দুঃসাহস ভালো না। যদি অন্য কোনো রাজ্যে দাঁড়িয়ে বাংলাদেশী নিয়ে মোদি মন্তব্য করতেন তাহলে ওনার চড়-থাপ্পড় খাওয়ার সম্ভাবনা ছিল। শুধুমাত্র আমাদের রাজ্য বলে তিনি ছাড়া পেয়ে গেলেন।”

ভারতের সাম্প্রদায়িক দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী জনসভায় বলেছিলেন, ভারত থেকে ১৬ মে’র পর অবৈধ বাংলাদেশীর বাসিন্দাদের তল্পিতল্পা গুটিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
মোদির ওই মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠে। মমতা ব্যানার্জি মোদির ওই মন্তব্যের পরই মন্তব্য করেছেন, ‘বাংলাদেশী’ তাড়ানোর তুই কে? তুই কোন হরিদাস?

শনিবার উত্তর কলকাতার টালাপার্কে একটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী বলেন, “আমার রাজ্যে দাঁড়িয়ে এ ধরনের কথা বলার উনি কে? আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় এবং তা আমার এখতিয়ারে রয়েছে।”

আন্তর্জাতিক শীর্ষ খবর