ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’। আগামী ৪ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৪ দিনের এই প্রদর্শনী। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বেসিস মহাসচিব এবং ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর প্রধান প্রকল্প কর্মকর্তা রাসেল টি আহমেদ ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ডের অংশ হিসেবে থাকবে সফটএক্সপো, ই-গভার্ন্যান্স প্রদর্শনী, মোবাইল ইনভেশন এক্সপো এবং এর পাশাপাশি প্রায় ৩০টি সেমিনার, ১০টি টেকনিক্যাল সেশন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং বক্তারা উপস্থিত থাকবেন এই আয়োজনে। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এতে আইসিটি বিভাগ, বিসিসি এবং বেসিস নির্বাহী পরিষদের সদস্যবৃন্দউপস্থিত ছিলেন।