কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে

কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে

kalo.glassরাজধানীতে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে আজ রবিবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্টরা। সকাল থেকে রাজধানীর মগবাজার, রামপুরা, শাহবাগ, পল্টন, ফার্মগেটসহ সব রাস্তায় ট্রাফিক পুলিশের এ অভিযান চলছে। দেখা গেছে, কালোগ্লাসের গাড়ি আটক করে পরে লাগানো গ্লাসের কালো আবরণটি তুলে মামলার কাগজপত্রের সঙ্গে যুক্ত করে দেয়া হচ্ছে।

গুলশানে ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট নাজমুল হাসান জানান, তিনি এখন পর্যন্ত কালোগ্লাসের গাড়িবিরোধী অভিযানে পাঁচটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, নোটিশ দেওয়ার পরও যারা গাড়িতে স্বচ্ছ কাচ ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে এ অভিযান শুরু করেছি আমরা। কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটাই মেনে চলছি।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর