ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ‘অর্ধ বিলিয়ন’

ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ‘অর্ধ বিলিয়ন’

brazil fifa2014২৩ সদস্যের ব্রাজিলীয় বিশ্বকাপ স্কোয়াডের আর্থিক মূল্য আনুমানিক ‘অর্ধ বিলিয়ন’ ইউরো নির্ধারিত হয়েছে। কোচ ফেলিপ স্কলারির স্কোয়াড ঘোষণার পর ব্রাজিলের অর্থনীতি বিষয়ক দৈনিক ভ্যালর বৃহস্পতিবার তাদের রিপোর্টে এই মুল্যমান নির্ধারণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্লুরি কনসালটোরিয়া নামের একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের হিসেবকে ভিত্তি করে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা তারকা নেইমারের নেতৃত্বাধিন ব্রাজিলীয় দলটির আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৫১৪.২৩ মিলিয়ন ইউরো। এপ্রিলে ঘোষিত সম্ভাব্য স্কোয়াডকে নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ দলের মূল্য পড়েছে ৪৮৬.৯ মিলিয়ন এবং আর্জেন্টিনার মূল্য ৪৭৪.১ মিলিয়ন ইউরো।

এপ্রিলে ধার্য্যকৃত আনুমানিক ওই হিসেব অনুযায়ী ১২ জুন থেকে ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল আসরে বার্সেলেনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে বসানো হয়েছে সর্বোচ্চ মূল্যমানের খেলোয়াড়ের আসনে। যার মূল্য ধরা হয়েছে ১৩৮.১ মিলিয়ন ইউরো। ১০৭.৩ মিলিয়ন ইউরো নিয়ে পরের স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের পুর্তগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সেই তুলনায় বেশ পিছিয়ে রয়েছেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। তার বাজার মূল্য নির্ধারিত হয়েছে ৬৭.৪ মিলিয়ন ইউরো। বায়ার্ন মিউনিখের জার্মান ফরোয়ার্ড ম্যারিও গোয়েতজের ব্যক্তিগত বাজার মূল্য নির্ধারিত হয়েছে তার পরের অবস্থানেই (৫৯.৭ মিলিয়ন)।

ব্রাজিলীয় মিডিয়া অবশ্য স্কলারির স্কোয়াডে বড় ধরনের কোনো বিস্ময় দেখতে না পেয়ে কিঞ্চিত দমে গেছে। তারা আশা করেছিল সাবেক বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া কাকা ও রোনালদিনহোকে স্কোয়াডে দেখতে পাবেন। মিলান তারকা রবিনহোও মন ভেজাতে পারেননি ব্রাজিলীয় কোচের।

অন্যান্য আন্তর্জাতিক খেলাধূলা