‘এ’ দলের অধিনায়ক নাসির

‘এ’ দলের অধিনায়ক নাসির

nasir6দুটি চারদিনের, তিনটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি খেলার উদ্দেশে ২২ মে বারবাডোজের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে হাই পারফরমেন্স সেন্টারের বিপক্ষে।  সেই দলের অধিনায়ক মনোনিত হয়েছেন জাতীয় দলের মিডলঅর্ডার নাসির হোসেন। নাসিরের ডেপুটি থাকবেন নাঈম ইসলাম।

২৬ মে বারবাডোজের উইনওয়ার্ড ক্রিকেট ক্লাবে ও ২ জুন কেনিংস্টন ওভালে চারদিনের দুটি ম্যাচ হবে। ৮ জুন কেনিংস্টনেই হবে প্রথম ওয়ানডে। ১০ ও ১২ জুন উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব ও চার্লটন ক্রিকেট গ্রাউন্ডে হবে শেষ দুটি একদিনের ম্যাচ। ‍

১৪ জুন কেনিংস্টনে হবে প্রথম টি-টোয়েন্টি। পরদিন থ্রিডব্লুস ওভালে ওভালে হবে শেষ ম্যাচটি। ১৬ জুন দেশের ফিরতি বিমান ধরবে নাসির বাহিনী। এই দলে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার শামসুর,মমিনুল,মার্শাল,সোহাগ গাজী,ইমরুল কায়েসদের থাকাটা উল্লেখয্গ্যে। এছাড়া বিসিএলে আলো ছড়ানো তাইজুলও রয়েছেন এই সফরের দলে।

বাংলাদেশ ‘এ’ দল: নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস,নুরুল হাসান, সোহাগ গাজী, মুক্তার আলী, মোহাম্মদ ইলিয়াস, রবিউল ইসলাম, শুভাশিস রায় ,তাইজুল ইসলাম, শামসুর রহমান, মমিনুল হক, মার্শাল আইয়ুব, আবদুল মজিদ, মুস্তাফিজুর রহমান।

অন্যান্য খেলাধূলা