তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। তুরস্কের সরকারি বিমান পরিবহন সংস্থা টার্কিস এয়ারলাইন্স ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের তরফ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগের গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের মে মাসে তুরস্ক সফরে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এরপর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে তদবির করা হয়।
ঢাকা ও ইস্তাম্বুলের মধ্যে এ বিমান যোগাযোগের ফলে উত্তর আমেরিকা ও ইউরোপে বসবাসকারী বাংলাদেশিরা উপকৃত হবেন বলে টার্কিস এয়ারলাইন্স আশা করছে। কারণ, বাংলাদেশে যাতায়াতে ইস্তাম্বুল হবে একটি সুবিধাজনক ট্রানজিট পয়েন্ট।
প্রসঙ্গত, টার্কিস এয়ারলাইন্স বিশ্বের দু’শর বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।