টেস্ট অধিনায়ক হিসেবে স্যামিকে বরখাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

টেস্ট অধিনায়ক হিসেবে স্যামিকে বরখাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

Darren-Sammy_20-300x194আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে টেস্ট অধিনায়কের পদ থেকে স্যামিকে সরিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

নতুন টেস্ট অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক দিনেশ রামদিনকে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি ডোয়াইন ব্রাভোর কাছে ওয়ানডে নেতৃত্ব হারানো স্যামি কেবলমাত্র টি-২০ দলের অধিনায়কত্ব করবেন।

ডব্লিউআইসিবি টুইটারের মাধ্যমে জানায়, ‘রামদিনকে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে। নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন। দিনেশকে নিয়োগের বিষয়ে খুব শিগগিরই ডব্লিউআইসিবি পূর্ণাঙ্গ একটি বিবৃতি দেবে।’
‘তার প্রথম এসাইনমেন্ট হবে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। ২০১০ সালের নভেম্বর থেকে টেস্ট দলের নেতৃত্ব দেয়ার জন্য ড্যারেনকে ডব্লিউআইসিবর পক্ষ থেকে ধন্যবাদ। তিনি টি-২০ দলের নেতৃত্ব দেবেন।’

তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল কেন্দ্রীয় চুক্তি করতে অস্বীকার করায় তিন বছর আগে স্যামিকে টেস্ট অধিনায়ক করা হয়েছিল। স্যামি টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত ১২ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ছয়টিতে পরাজিত, চারটিতে জয়ী এবং দুইটিতে ড্র করেছে।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাদের হয়ে খেলতে থাকা স্যামির টেস্ট দলে থাকা নিয়েও সন্দেহ রয়েছে।
২০১১ সালের অক্টোবরে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৪০ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের একমাত্র ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ২৯ বছর বয়সী রামদিন। কিন্তু এখনো কোন টেস্ট ম্যাচে দলের নেতৃত্ব দেননি।

অন্যান্য অর্থ বাণিজ্য খেলাধূলা