‘অপরাধীরা শাস্তি না পেলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে’

‘অপরাধীরা শাস্তি না পেলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে’

sultana kamalতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল বলেছেন, গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িতরা প্রাপ্য শাস্তি না পেলে দেশে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। বাগেরহাটে বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও আমাদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা শেষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, গুম, খুন ও অপহরণ থেকে উত্তরিত হতে হলে সরকারকে অবশ্যই ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু ও সচ্ছ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য সরকার ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগকে অত্যন্ত তৎপর হয়ে যৌক্তিক সময়ের মধ্যে এসব ঘটনার সমাধান মানুষের সামনে তুলে ধরতে হবে, তা না হলে যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা উৎসাহবোধ করবে এবং আরো বেশি এ ধরনের ঘটনা ঘটাতে থাকবে। আর মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে।

এ সময় নারায়ণগঞ্জের সাতজনকে অপহরণের পর হত্যা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়-দ্বায়িত্ব মানুষের কাছে পরিষ্কার করা উচিত। সে রকম গণতান্ত্রিক সমাজ হলে এবং নির্বাচিত প্রতিনিধিরা নিজেদেরকে যদি সে রকম দ্বায়িত্বশীল মনে করতেন তাহলে নিজেরাই জবাবদিহিতার একটা উপায় বের করতেন।

এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাওয়ার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের এ সাবেক উপদেষ্টা বলেন, কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আইনগত সহায়তা চাইতে গেলে তাদের কাছ থেকে কোন ধরনের সহযোগিতা পাওয়া যায় না। এমনকি মাঝে মাঝে হাতে ভীষণভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে মানুষ কথা বলার চেষ্টা করলেও নানাভাবে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে বাঁধার সমুখীন হতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরিত হতে হলে আমাদেরকে অনেক বেশি সংঘবদ্ধ হয়ে মানবাধিকার লঙ্ঘনের কথা বলতে হবে।

বাংলাদেশ শীর্ষ খবর