র্যাব-১১ এর বরখাস্ত হওয়া অধিনায়ক (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ সামরিক বাহিনীর সদ্য সাবেক তিন কর্মকর্তার ব্যাংক হিসাব খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে ছয় কোটি টাকার বিনিময়ে অপহরণ ও হত্যার অভিযোগ ওঠায় তাদের ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে তাদের ও তাদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাবও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। দুদকের একটি দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান গণমাধ্যমকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত কমিটি গুম, খুন ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও ওই তিন কর্মকর্তার ব্যাংক হিসাব যাচাই করছে। এ ক্ষেত্রে ঘুষ, ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি অনুসন্ধান করা হবে।
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর গুম ও খুনের ঘটনায় ৬ কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ওই তিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব খতিয়ে দেখার কাজ শুরু করেছে। দুদক একই প্রক্রিয়ায় অনুসন্ধান কাজ শুরু করছে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এর তিন দিন পর গত ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় ওই সাতজনের লাশ পওয়া যায়।