র্যাব নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘কেউ ফেরেশতা নয়। একটি বাহিনীতে দুষ্টু লোক থাকতেই পারে। তাই বলে পুরো বাহিনী বিলুপ্ত করা যায় না।’
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বীর উত্তম খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপি ও সুশীল সমাজ তদন্ত বাধাগ্রস্তসহ দেশকে অস্থিতিশীল করার রাজনীতি শুরু করেছেন। বিভিন্ন মুখরোচক কথা বলে তদন্ত বাধাগ্রস্ত করা হচ্ছে। তারা এ ঘটনা তদন্ত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সুলতানা শফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পেট্রো বাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন মনসুর, বিদ্যুত্ জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এম পি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।