কেউ যদি আপনার শরীরের কোনো একটা অঙ্গের দাম কত জিজ্ঞেস করে এর উত্তরে কী বলবেন? হয়তো এমন প্রশ্ন শুনে আপনি স্থম্বিত হয়ে যাবেন। কিন্তু বিশ্বায়নের এই যুগে সবকিছুকেই অর্থ দিয়ে মাপার একটি প্রবণতা হয়ে গেছে। যেমন আমাদের দেহের বিভিন্ন অঙ্গ কালো বাজারে উঠলে এর দাম নির্ধারণ হতে পারে। এ ব্যাপারে আপনার কি কোনো ধারনা আছে?
মেডিকেল ট্রান্সক্রিপ্টশনডটওআরজি ইতোমধ্যে কালোবাজারে মানবদেহের দামের ব্যাপারে পূর্বানুমান করেছে। তবে এ দামটি সম্পূর্ণই যুক্তরাষ্ট্রভিত্তিক। আবার বিভিন্ন দেশে এর দাম ভিন্ন ভিন্ন হতে পারে।
দাম (ইউএস ডলারে): দুটি চোখ: ১৫২৫, মাথার খুলি: ৬০৭, দাঁতসহ খুলি: ১২০০, করোনারি আর্টিনারি: ১৫২৫, হার্ট: ১ লক্ষ ১৯ হাজার, লিভার: ১ লক্ষ ৫৭ হাজার, হাত-কপাল: ৩৩৭, পেট: ৫০৮, কিডনি: ২ লাখ ৬২ হাজার, চামড়া: প্রতি বর্গ ইঞ্চি ১০ ডলার।