ব্রাজিলের পর বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করলেন জার্মান কোচ জোয়াকিম লো। তবে এই দলে বিষ্মিত হওয়ার মত ঘটনা হচ্ছে গত বারের বিশ্বকাপের জার্মানির সেরা স্ট্রাইকার ও ফিয়োরেন্টিনারের হয়ে খেলা মারিও গোমেজ।
এদিকে জোয়াকিম লো’র দলে স্থান পেয়েছেন হফেনহিয়ামের তরুন তারকা খেলোয়াড় কেভিন ভোল্যান্ড ও ২০০৬ বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়া মিরোসাভ ক্লোসা। এছাড়া নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে নতুন চুক্তিবদ্ধ হওয়া গোলরক্ষক মার্ক-আন্দ্রে স্টিগেন দলে নেই। তার জায়গায় দলে গোল রক্ষক পদে স্থান হয়েছে রন-রবার্ট জিলের।
তবে জোয়াকিম চূড়ান্ত দলে থাকবে ২৩ জন। আর চূড়ান্ত দল আগামী ২রা জুন ঘোষণা করা হবে।
জার্মান দল :
গোলকিপার: ম্যানুয়েল ন্যুয়ের, রোমান ওয়ে ডেনফেলার, রন রবার্ট জিলের।
ডিফেন্ডার : জেরম বোয়েতাং, এরিক ডারম, কেভিন গ্রসক্রেউটজ, বেনেডিকট হাউয়েডেস, ম্যাটস হামেলস, মার্সেল জ্যানসেন, ফিলিপ লাম, পার মারতেস্যাকার, স্কোদার্ন মুস্তাফি, মার্সেল স্মেলজার।
মিডফিল্ডার : লারস বেনডার, জুলিয়ান ড্র্যাক্সলার, ম্যাথিয়াস গিনটার, লিওন গোরেতজকা, মারিও গোটজে, আন্দ্রে হাহন, স্যামি খেদেইরা, টনি ক্রুজ, ম্যাক্স মায়ার, টমাস মুলার, মেসুত ওজিল, বাস্তিয়ান সোয়াইন্সটেইগার।
ফরোয়ার্ড : মিরোসাভ ক্লোসা, কেভিন ভোল্যান্ড।