আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “গুম বলে কোনো শব্দ নেই। শব্দটি হবে নিখোঁজ। বাংলাদেশে প্রতিদিনই মানুষ নিখোঁজ হচ্ছে। আগে গুম শব্দটা ছিল না।”
তিনি বলেন, গুম-নিখোঁজ সারা পৃথিবীতে হয়। মালেশিয়ার এতো বড় উড়োজাহাজটি প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিখোঁজ হয় আবার সন্ধানও পাওয়া যায়। বাংলাদেশে অপরাধ ঘটে এবং তার তদন্ত করা হয়। অপরাধীদের শনাক্তও করা হয়। আদালতের মাধ্যমে রায় বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এ ঘটনায় জড়িত যাদের নাম আসবে তাদেরকে চলমান আইন অনুযায়ী বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। জড়িত কেউই রেহাই পাবে না।
সৈয়দ আশরাফ বলেন, দেশে আইনের শাসন আছে। সুতরাং অপরাধীদের আইনের মুখোমুখি হতেই হবে। এ ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের আইনের মুখোমুখি করতে সরকার সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।
নারায়গঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা বিচারধীন বিষয়। একদিকে আমি মন্ত্রী, অন্য দিকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি কোন তথ্য ছাড়া কথা বলতে পারি না। আমাদের অনেক দায়িত্ব নিতে হয়। আমি সাধারণ নাগরিক হলে টকশোতে বসে অনেক কথা বলতে পারতাম।
তিনি বলেন, আইন অনুযায়ী নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত করা হচ্ছে। জড়িতদের শাস্তি পেতেই হবে। কারণ সভ্য দেশে এটা করা হয়।
র্যাবের তিন সদস্য জড়িত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, যখন চার্জশিট দিবে তখন আমরা জানতে পারব কাদের আসামি করা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।