জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করুন, জরুরি অধিবেশন ডাকুন’

জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করুন, জরুরি অধিবেশন ডাকুন’

babluনারায়ণগঞ্জে অপহরণের পর চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।একই সঙ্গে জাপা মহাসচিব এ বিষয়ে আলোচনার জন্য সংসদের জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।খুন, গুম ও অপহরণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাপা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ সব দাবি জানানো হয়।

তবে গুম-খুনসহ দেশের উদ্ভুত পরিস্থিতিতে কোনো কথা বলতে রাজি হননি জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।দলের সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলার সুস্থ হয়ে ওঠায় আজ বাদ-আছর গুলশান আজাদ মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয়ার পর সাংবাদিকরা চলমান ইস্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে এরশাদ বলেন ‘নো কমেন্ট’। জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ফকির আশরাফ, এম এ হান্নান, মীর আব্দুস সবুর আসুদ ও সোলায়মান আলম শেঠ, ভাইস-চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আক্তার, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি ফয়সল চিশতি ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও আরিফ এবং কেন্দ্রীয় নেতা আশরাফ সিদ্দিকীসহ অনেকে দোয়া মাহফিলে অংশ নেন। জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান খলিলও এতে অংশ নেন।

এর আগে দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জাপা মহাসচিব বাবলু বলেন, ‘একটি স্বাধীন ও সভ্য দেশে এভাবে খুন-গুম-অপহরণ চলতে পারে না। আর তা নিয়ে আমরা রাজনীতিও করতে চাই না।এখন সংসদের অধিবেশন থাকলে আমরা আলোচনার ঝড় তুলতাম। প্রতিবাদের ঝড় তুলতাম। সংসদ নেই, তাই আমরা রাজপথে নেমেছি।দেশে যে হারে খুন-গুম-অপহরণ বেড়েছে, তাতে জনগণ আতঙ্কিত।যেখানেই জনস্বার্থ ক্ষুণ্ন হবে, সেখানেই জাপা প্রতিবাদ করবে’

‘একটি মহল উন্নয়নে বাধা সৃষ্টি করছে’:

দেশব্যাপী গুম-খুন-অপহরণের প্রতিবাদে আজ বিকালে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা জাপার যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরেও মানববন্ধন করা হয়।এতে জাপার ভাইস চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবীন মোরশেদ এমপি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের পর একটি মহল দেশকে অস্থিতিশীল করতে অপহরণ, গুম, খুন ও চাঁদাবাজির মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড করছে। সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করে জনমনে আতঙ্ক সৃষ্টি তাদের লক্ষ্য।বিরোধীদল হিসেবে জাপা এ সব অন্যায় মেনে নিতে পারে না। তাই প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।’

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর