বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসকে কলা ছুঁড়ে মারার অপরাধে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ১২ হাজার ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
বুধবার ক্লাব কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশন ডিসিপ্লিনারি কমিটি’ এ জরিমানা নির্ধারণ করে।
গত ২৭ এপ্রিল ভিয়ারিয়ালের মাঠ মাদ্রিগাল স্টেডিয়ামে লা লিগার ম্যাচে কর্ণার কিক নিতে গেলে বার্সোলোনার ডিফেন্ডার আলভেসের দিকে কলা ছুঁড়ে মারে এক ভিয়ারিয়াল সমর্থক।তবে আলভেজ রেগে না গিয়ে দারুনভাবে এটি সামলান।কলাটি মুখে দিয়ে কর্ণার কিক নেন।
বর্ণবাদি এই ঘটনায় তীব্র সমালোচনার ঝড় ওঠে গোটা ফুটবল বিশ্বে। ফেসবুক-টুইটারে প্রতিবাদ জানান বিভিন্ন দেশের ফুটবলাররা।বাদ যাননি খোদ ফিফা সভাপতিও। সে ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় পায় বার্সা।
অবশ্য পরে ভিয়ারিয়াল কর্তৃপক্ষ ঐ সমর্থককে চিহিৃত করে তাকে স্টেডিয়াম থেকে আজীবন নিষিদ্ধ করেছে।পাশাপাশি চলতি মৌসুমে তার লা লিগার সব টিকেট বাতির করা হয়েছে। সূত্র: গোল ডটকম