বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার পরিকল্পনার অংশ এটি। তিনি মামলাটি আগের আদালতে ফিরিয়ে নেয়ার দাবি জানান।
বুধবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি মামলার বিচারকাজ এখন চলবে ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে। এতদিন এ দুটি মামলা পরিচালিত হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত এজলাসে।
অপহরণ, গুম ও খুনের ঘটনায় বিএনপিকে নারায়ণগঞ্জে সমাবেশ করতে না দেয়ার তীব্র নিন্দা জানান ফখরুল।
তিনি আরও বলেন, এটি গণতন্ত্রের প্রতি আঘাত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী পুনরায় বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করেন ফখরুল।
১৪ মে ওই সমাবেশ করার অনুমতি চেয়ে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পুলিশ সুপারের কাছে চিঠি দেয় জেলা বিএনপি।
কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাশে সমাবেশের স্থানটি হওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।