‘কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না’

‘কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না’

images (16)অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, “২০১৫ সালের ব্যাট আইনেও সংশোধন আসছে।

সর্বনিম্ন আয়কর সীমা দুই লাখ ২০ থেকে বাড়িয়ে দুই লাখ ৩০ হাজার করা হচ্ছে এবং তা আগামী ১০ বছরের জন্য নির্ধারিত থাকবে।”

এছাড়া বিড়ি শিল্প ও গাড়ি আমদানির উপর কড়া নজরদারি আরোপ করা হবে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।

সভাপতির বক্তব্যে এফবিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, “গত ছয় বছরে দেশের বাজেটের আকার বেড়েছে ১২৫ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের আকার ছিল এক লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের জন্য এ আকার হতে যাচ্ছে দুই লাখ ৪৯ হাজার কোটি টাকা।”

১৯৭৩ সাল থেকে প্রতিবছর বাজেট নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে। এবারের সভায় মোট ৬১৭টা পরামর্শ নিয়ে আলোচনা হবে।

অর্থ বাণিজ্য