নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় জড়িত সন্দেহে নরসিংদী থেকে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।
নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বলেছেন, “জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকা থেকে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।”
এদিকে দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুঈদ উদ্দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হলেন- মাসুমা, টিটু ও মিন্টু। তাদের মধ্যে দুজনকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে।
গত গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ অপহরণ করা হয়।
একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন। পরে ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।