পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নেতা নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, “আমার পায়ে এসে ধরলেও সমর্থন আপনি পাবেন না। ১৬ মে ইভিএম খুললে চারদিকে জোড়া ফুল দেখতে পাবেন। আপনি, কংগ্রেস এবং সিপিএম চোখে সরষেফুল দেখবেন।”
পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে এক নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, “একজন এখানে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। কখনো বলছেন বাংলাদেশিদের তাড়াব, কখনো বলছেন অনুপ্রবেশকারীদের তাড়াব। আমি বলছি কাউকে তাড়ানো যাবে না। হিম্মত থাকলে গায়ে হাত দাও। পাঠিয়ে দেব বললেই হলো। এত বড় সাহস।”
গুজরাটের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তৃণমূল নেত্রী আরো বলেন, “তিনি রামকৃষ্ণদেবের থেকেও বড় হয়ে গেছেন। লেজে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড করে বেড়াচ্ছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। উল্টোপাল্টা বলছেন। তিনি প্রধানমন্ত্রী হলে এ রাজ্যের ব্যাপারে নাক গলাতে দেব না।