৪ ওভার ১৩ রান ১ উইকেট। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং স্পেল।
টি-টোয়েন্টি হলো চার আর ছক্কার খেলা। আর সেই চার-ছক্কা আসবে তো বোলারদের ধোলায় করে। কিন্তু সাকিব উল্টো ধোলায় করলেন দিল্লির ব্যাটসম্যানদের। সাকিব যেন আজ পণ করেই নেমেছেন, ব্যাটসম্যানদের সাথে কিপ্টেমি করবেন। করলেনও সেটা। নইলে কি আর ১৩ দেয়। সাকিবের বোলিং ইকোনমি রেট ৩.২৫।
দিল্লি ডেয়ারডেভিলসের কেডি কার্তিককে ব্যক্তিগত ৩৬ রানে ক্যালিসের হাতে ক্যাচ তুলে দেওয়ায় প্ররোচিত করে প্যাভিলিয়নে পাঠান কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য হয়ে ওঠা অলরাউন্ডার সাকিব আল হাসান।