সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার জেষ্ঠ্যপুত্র তারেক রহমানের বিরুদ্ধে দুই দুর্নীতি মামলার বিচার কার্যক্রম এখন থেকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে হবে।
মহানগর দায়রা জজ আদালত থেকে সরিয়ে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে স্থানান্তর করা হয়েছে। সেখানে মহানগর দায়রা জজ আদালতের বিচারকই বসবেন। নিরাপত্তাজনিত কারণে মামলাটি স্থানান্তর করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাৎ মামলার বিচার চলছে।
আইন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে ৩০ এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একসাথে অনেক মামলা চলায় জজকোর্টে প্রচুর লোকের কারণে ভিড় থাকায় মামলা স্থানান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৯ মার্চ বিশেষ জজ আদালত-৩ খালেদা, তারেক এবং অন্য সাতজনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে।
উল্লেখ্য, আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার সম্পন্ন হয়।